School Rules
1) বিদ্যালয় শুরু হওয়ার ১০ মিনিট আগে ছাত্র/ছাত্রীকে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে এবং প্রার্থনায় যোগদান করা বাধ্যতামূলক।
2) প্রতিদিন বিদ্যালয়ের ID Card সহ ইউনিফর্ম পরে আসতে হবে। বিদ্যালয় ছাড়া অন্য কোথাও ঐ ইউনিফর্ম পরে যাওয়া যাবে না।
3) নির্দিষ্ট সময়ের আগে ছুটির প্রয়োজন হলে প্রদত্ত FEE RECEIPT CARD দেখাতে হবে এবং অফিসে ফোন করে জানাতে হবে।
4) প্রতি শনিবার ছাত্রছাত্রীদের সাধারণ স্বাস্থ্য যেমন নখ, দাঁত, চুল প্রভৃতি পরীক্ষা করা হবে।
5) ছাত্র/ছাত্রীদের প্রতিদিন অবশ্যই STUDENT DIARY ও গ্লাস আনতে হবে এবং গ্লাসে নাম লিখে দেওয়া বাধ্যতা মূলক।
6) বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আচরণবিধি বিদ্যালয় সুলভ হতে হবে।
7) ছাত্রছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত হলে পরবর্তী উপস্থিতির দিন অবশ্যই STUDENT DIARY-র নির্দিষ্ট স্থানে (Guardian’s Remarks) উল্লেখ করা বাধ্যতামূলক।
8) ছাত্র/ছাত্রীদের বিদ্যালয়ে কোন মূল্যবান জিনিস বা খেলনা নিয়ে ও দামী অলঙ্কার পরে আসা যাবে না, এক্ষেত্রে হারিয়ে যাওয়া জিনিসের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
9) অসুস্থতা ছাড়া অন্য কোন কারণে ছাত্রছাত্রী পরীক্ষা না দিতে পারলে, ঐ পরীক্ষা পরবর্তী সময়ে আর নেওয়া হবে না।
10) বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি কমপক্ষে ৮০ শতাংশ হওয়া প্রয়োজন।
11) বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে (বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক পরে) ছাত্র/ছাত্রীর উপস্থিতি বাধ্যতামূলক।
12) ছাত্রছাত্রী যে কোন সংক্রামক রোগে আক্রান্ত হলে লিখিত ভাবে বিদ্যালয় অফিসে জানাতে হবে এবং সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে আসা নিষিদ্ধ।
13) প্রত্যেক দিন বাড়ীর কাজ (পড়া ও লেখা) করে ছাত্র/ছাত্রীকে বিদ্যালয়ে আসত হবে।
14) প্রাক্-প্রাথমিক বিভাগের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাহা পড়ানো ও লেখানো হবে তাহাই বাড়ির কাজ (পড়া ও লেখা)।
15) ছাত্র/ছাত্রীর নিজস্ব জিনিসগুলি যেমন ব্যাগ, বই, খাতা, পেন, পেন্সিল, রাবার, ডায়েরী প্রভৃতি ব্যাপারে যত্নশীল হতে হবে।
16) ছাত্র / ছাত্রীর টিফিন পরিমিত, রুচিসম্মত ও স্বাস্থ্যের পরিপূরক হওয়া উচিত।
17) ছাত্র / ছাত্রী বিদ্যালয়ে থাকাকালীন কোন দুর্ঘটনা ঘটলে বা অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক বা আপৎকালীন চিকিৎসার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবে। পরবর্তী চিকিৎসার দায়িত্ব অভিভাবকের।
18) ভর্তির পর কোন ছাত্র / ছাত্রী চলে গেলে প্রদত্ত ফি ফেরৎযোগ্য নয়।