Fee Structure
বিদ্যালয়ের ফি জমা দেওয়ার নিয়ম -
- বিদ্যালয়ের ফি জমা দেওয়ার সময় প্রত্যহ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত (ছুটির দিন বাদে)।
- প্রতি মাসের বেতন সেই মাসের প্রথম সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। ঐ সময়ে বিদ্যালয় ছুটি থাকলে বিদ্যালয় খুললেই সমস্ত ফি জমা দিতে হবে।
- প্রতি মাসে বেতন দেওয়ার সময় ফি রিসিপ্ট কার্ড ( Fee Receipt Card) অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।
- মাসিক ফি বকেয়া হলে প্রতি মাসের জন্য অতিরিক্ত ৫০ (পঞ্চাশ) টাকা দিতে হবে।
- মাসিক বেতন নগদে অথবা চেকের মাধ্যমে দেওয়া যেতে পারে।
- প্রতি পার্বিক পরীক্ষার পূর্বে প্রতিটি ছাত্র/ছাত্রীকে বিদ্যালয়ের সমস্ত বকেয়া ফি (ঐ পর্বের) পরিশোধ করে পরীক্ষার প্রবেশ পত্র (Admit Card) সংগ্রহ করতে হবে। অন্যথায় সেই ছাত্র / ছাত্রী পরীক্ষায় বসতে পারবে না।
- প্রত্যেক শিক্ষাবর্ষে মোট বারো মাসের মাসিক বেতন দিতে হবে।
